পিংকি : হ্যা, তবে আজকাল অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যার ফলে মৃত্যুর আশঙ্কা থেকে যায়। এজন্য বেশ ভয়ে ভয়ে চালাই।
সোহম : আমিও এই রকম সমস্যা লক্ষ করেছি। বিশেষত অতিরিক্ত দ্রুত গাড়ি চালানোর ফলে হামেশাই দুর্ঘটনা ঘটে চলেছে। অার এখন তো ড্রিংক-ড্রাইভের ফলে পথ দুর্ঘটনা দিন-দিন বাড়ছে।
পিংকি : তাছাড়া, অতিরিক্ত ভিড় রাস্তায় দুর্ঘটনা এড়াতে আস্তে ধীরে ধীরে গাড়ি চালানো উচিত। কারণ, সেখানে তুমি নিজে সতর্ক থাকলেও অন্যজন তোমার ক্ষতি করতেই পারে। অ্যাক্সিডেন্টগুলো এভাবেই হয়।
সোহম : তবুও সাধারণ মানুষের সাবধান হওয়া উচিত যেমন হেলমেট পড়ে বাইক, স্কুটি চালানো,, বিশেষত তুই যা বললি, মানে…নেশা করে গাড়ি চালানাে বন্ধ করা।
পিংকি : তবে যদি সকলেই ট্রাফিক অাইন ঠিকমতাে মেনে চলে, তবে এসব সমস্যার সমাধান হয়। অামাদেরও তাই Safe Drive, Save Life – মেনে চলা দরকার।
Step-by-step explanation:
*পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।*
উত্তর : পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করা হলো…
সোহম : কিরে পিংকি! কেমন আছিস?..শুনলাম তুই নাকি স্কুটি কিনেছিস!!.
পিংকি : হ্যা কিছুদিন হলাে গাড়ি কিনলাম।
সোহম : গাড়ি চালানাের প্রশিক্ষণ আছেতাে?
পিংকি : হ্যা, তবে আজকাল অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যার ফলে মৃত্যুর আশঙ্কা থেকে যায়। এজন্য বেশ ভয়ে ভয়ে চালাই।
সোহম : আমিও এই রকম সমস্যা লক্ষ করেছি। বিশেষত অতিরিক্ত দ্রুত গাড়ি চালানোর ফলে হামেশাই দুর্ঘটনা ঘটে চলেছে। অার এখন তো ড্রিংক-ড্রাইভের ফলে পথ দুর্ঘটনা দিন-দিন বাড়ছে।
পিংকি : তাছাড়া, অতিরিক্ত ভিড় রাস্তায় দুর্ঘটনা এড়াতে আস্তে ধীরে ধীরে গাড়ি চালানো উচিত। কারণ, সেখানে তুমি নিজে সতর্ক থাকলেও অন্যজন তোমার ক্ষতি করতেই পারে। অ্যাক্সিডেন্টগুলো এভাবেই হয়।
সোহম : তবুও সাধারণ মানুষের সাবধান হওয়া উচিত যেমন হেলমেট পড়ে বাইক, স্কুটি চালানো,, বিশেষত তুই যা বললি, মানে…নেশা করে গাড়ি চালানাে বন্ধ করা।
পিংকি : তবে যদি সকলেই ট্রাফিক অাইন ঠিকমতাে মেনে চলে, তবে এসব সমস্যার সমাধান হয়। অামাদেরও তাই Safe Drive, Save Life – মেনে চলা দরকার।
সোহম : আজ চলি আবার পরে কখনাে কথা হবে।
পিংকি : হ্যাঁ, শুভরাত্রি।